‘ফিরোজা’র ৯ জন করোনায় আক্রান্ত, খালেদার জন্য কেবিন প্রস্তুত
১১ এপ্রিল ২০২১ ২২:৩৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ ০০:৩৬
ঢাকা: শুধু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নন, গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’র মোট নয় জন করোনায় আক্রান্ত। সবাই মোটামুটি সুস্থ আছেন। খালেদা জিয়ার চিকিৎসা ফিরোজাতেই চলছে। পুরো বাসাটা হাসপাতাল বানিয়ে ফেলা হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে একটি বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ কেবিন।
রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় খালেদার ব্যক্তিগত চিকিৎসক মো. মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান। করোনায় আক্রান্তদের মধ্যে খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমাও রয়েছেন বলে জানা গেছে।
মো. মামুন সাংবাদিকদের বলেন, ‘পাঁচ-ছয় দিন আগে খালদো জিয়ার একজন স্টাফের জ্বর জ্বর ভাব ছিল। তখন তাকে টেস্ট করানো হলে পজিটিভ আসে। এরপর ওই স্টাফ যে রুমে থাকতেন, সেই রুমে অবস্থানকারী বাকিদেরও পরীক্ষা করা হয়। তাদেরও পজিটিভ আসে। এরপর ম্যাডামের সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষা করানো হলে তারও পজিটিভ আসে।’
তিনি বলেন, ‘ফিরোজায় চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। আগাম প্রস্তুতির অংশ হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কেবিন প্রস্তুত রাখা হয়েছে।’
খালেদা জিয়ার করোনায় আক্রান্তের বিষয়টি প্রাথমিকভাবে গোপন রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে ডা. মো. মামুন সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসক হিসেবে রোগীর গোপনীয়তা রক্ষা করা ইমানি দায়িত্ব। তাই করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছি। এখন যেহেতু দলের মহাসচিব গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তাই আমার আর বলতে বাধা নেই।’
সারাবাংলা/এজেড/পিটিএম