Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৮:২৬

নেত্রকোনা: জেলার মোহনগঞ্জে বসতঘর থেকে রাতি রাণী সাহা (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার মাইলোড়া মহল্লায় বসত ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ রতি রাণী সাহা পৌরসভার মাইলোড়া এলাকায় দ্বীনেজ চন্দ্র সাহার স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আব্দুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রোববার আনুমানিক দুপুর ২টায় নিজ ঘরে রতি রাণী সাহা গলায় ওড়না পেঁচিয়ে সিংলিং ফ্যানে ঝুলছিলেন। পরে তার বড় মেয়ে তৃণা সাহা দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটন করা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

ঝুলন্ত মরদেহ মরদেহ উদ্ধার সিলিং ফ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর