Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে হত্যা করে দুর্ঘটনার নাটক, স্বামীর দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৬:৫৩

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে এলকায় স্ত্রী হাসনা হেনা ঝিলিককে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সাকিব আলম মিশু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (১১ এপ্রিল) দু’দফায় রিমান্ড শেষে মিশুকে আদালতে হাজির করা হয়। এরপর মিশু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত ৪ এপ্রিল মিশুর তিনদিন এবং ৮ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলায় গ্রেফতার হয়ে ঝিলিকের শ্বশুর জাহাঙ্গীর আলম, শ্বাশুড়ি সাঈদা আলম, দেবর ফাহিম আলম এবং টুকটুকি কারাগারে আছেন।

জানা যায়, গত ৩ এপ্রিল হাসনা হেনা ঝিলিক (২৮) নামে গৃহবধূকে হত্যা করা হয়। পরে হাতিরঝিলে এনে দুর্ঘটনার নাটক সাজায় স্বামী মিশু। এ ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এনএস

স্ত্রীকে হত্যা স্বামীর দোষ স্বীকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর