Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৬:৪৬

প্রতীকী ছবি

মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মঠাবড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ওই গ্রামের ইউসুফ হাওলাদারের নির্মানাধীন বিল্ডিংয়ে ওই মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। মরদেহটির পা বাঁধা ছিল এবং ওই ভবনের মেঝেতে বালুচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে তার বয়স ৩০ বছর হবে। গত ৩-৪ দিন আগে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসএ

মঠবাড়িয়া লাশ উদ্ধার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর