Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির কাছে ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ চেয়েছেন আইনজীবীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৩:৪৭

ঢাকা: করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে লকডাউনের সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা ৩৫টি করার জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করেছে ‘সাধারণ আইনজীবী পরিষদ’ নামে একটি সংগঠন।

রোববার (১১ এপ্রিল) প্রধান বিচারপতির কাছে সাধারণ আইনজীবী পরিষদের পক্ষে এই আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। আবেদন করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়েছে, লকডাউন চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ চালু এবং লকডাউনের পরে আগের মতো নিয়মিত আদালত চালুর জন্য আবেদন করছি।

এতে বলা হয়, ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে গত ১ এপ্রিল নিয়মিত কোর্টের কার্যক্রম ভার্চুয়ালি এবং সরাসরি চালু হওয়ার পর ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে।

এ সময়ের মধ্যে রিট, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিষয়ে একটি করে ডিভিশন বেঞ্চ এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত মামলার কার্যক্রম সীমিত পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে চালানোর জন্য হাইকোর্ট বিভাগের চারটি বেঞ্চ চালু আছে। এ ছাড়া নিম্ন আদালতে মাত্র একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা (সিজেএম/ সিএমএম) আছে।

এ পরিস্থিতিতে বিচারপ্রার্থী জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং আইনজীবীরা আইনি সেবা না দিতে পেরে পেশাগত দিক থেকে বঞ্চিত হচ্ছেন।

এমতাবস্থায় ভার্চুয়াল ও সরাসরি দেশের সকল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার ফাইলিং, আত্মসমর্পণ, জামিন ও অন্যান্য শুনানির জন্য সকল জেলা ও দায়রা জজ আদালত, ট্রাইব্যুনালে সকল প্রকার শুনানি এবং হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা ৩৫টি করার জন্যে আপনার সুদৃষ্টি কামনা করছি।

বিজ্ঞাপন

এরই মধ্যে একই দাবিতে রোববার (১১ এপ্রিল) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে সাধারণ আইনজীবীদের ব্যানারে মানববন্ধন করারও ঘোষণা দিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর