পুঁজিবাজারে সূচকের বড় দরপতন
১১ এপ্রিল ২০২১ ১৩:৪৫
ঢাকা: পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন হলো। রোববার (১১ এপ্রিল) লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। পরপর দুইদিন ব্যাপক দরপতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪০টি কোম্পানির ১১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৩৩২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৪টির, কমেছে ২৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯০ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৪ পয়েন্টে নেমে আসে। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪৭ পয়েন্টে নেমে আসে।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯২ কোম্পানির ৫২ লাখ ৬৩ হাজার ২৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৬টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৪৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮৩ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ২৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।
সারাবাংলা/জিএস/এএম