রাজধানীতে গৃহকর্মীর মৃত্যু, গৃহকর্ত্রী গ্রেফতার
১১ এপ্রিল ২০২১ ১৩:২৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৩:২৯
ঢাকা: রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবাসিক ভবন থেকে লাইলী (১৭) নামের এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় গৃহকর্ত্রী এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষক ফারজানা ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল বিশ্বাস মুকুল সারাবাংলাকে জানান, শনিবার সন্ধ্যার দিকে শিক্ষক আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে লাইলী (১৭) নামের ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, লাইলীর বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সিরাজ মিয়া। ছয় মাস ধরে সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ফারজানা ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।
পুলিশ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে, লাইলির ঠোঁটের ডান পাশে ক্ষত, থুতনিতে কাটা দাগ, গলায় ক্ষতচিহ্ন, ডান কোমড়ে থেঁতলানো যখম, কোমড়ের পিছনে চামড়া ওঠানো, দুই হাঁটু থেতলানো। হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন অংশে গরম পানি দিয়ে ঝলসানো এবং ফোসকা পড়া।
এসআই আতিকুল জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, মৃত লাইলীর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তার ভিত্তিতেই গৃহকর্ত্রী ফারজানা ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
সারাবাংলা/এসএসআর/একেএম
গৃহকর্ত্রী গ্রেফতার গৃহকর্মীর মৃত্যু বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ