Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১২:৩১

বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রোববার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়ার সুলতানী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল সর্দার (৩০) আশা গ্রামের বাসিন্দা। হামলাকারীরা উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, আনুমানিক ভোররাত ৪টার দিকে কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র নিয়ে সুলতানী গ্রামে হামলা চালায়। এসময় হামলাকারীরা ওই এলাকার দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে। এলাকার বাসিন্দারা প্রতিরোধ করতে গেলে তুমুল সংঘর্ষ হয়। এসময় হামলাকারীদের আঘাতে সাইফুল সর্দার নিহত হন। আহত হন কমপক্ষে ১০-১২ জন।

চেয়ারম্যানের দাবি, সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর লোক এবং নিহত সাইফুল সর্দার চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক।

ওসি আবুল কালাম জানান, সংঘর্ষ ও হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসএসএ

বরিশাল সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর