Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলে পড়েছে ৫ তলা ভবন, সরানো হলো বাসিন্দাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ২৩:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ধসের আশঙ্কায় পাঁচতলা একটি ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সরিয়ে নেওয়া হয়েছে ওই ভবনসংলগ্ন বাসা ও দোকানপাটের লোকজনদেরও।

শনিবার (১০ এপ্রিল) রাত ৮ টার দিকে নগরীর কোতোয়ালি থানার এনায়েতবাজার গোয়ালপাড়া এলাকায় ভবনটি ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি হেলে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

পাঁচতলা ভবনটির মালিক ওই এলাকার বাসিন্দা কার্তিক ঘোষ বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে থাকা নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘ভবনটিতে পাঁচটি পরিবার বসবাস করে। এ অবস্থায় ভবনের নিচে পিলার সংস্কারের কাজ শুরু করেন মালিক। কয়েকটি পিলারের একাংশ ভেঙে ফেলায় ভবনটি নড়বড়ে হয়ে হেলে গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

নোবেল চাকমা জানান, ভবনের সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সংলগ্ন আরেকটি পাঁচতলা ভবন আছে। তাদেরও সরানো হয়েছে। ভবনের নিচে কয়েকটি সেমিপাকা দোকান আছে। সেগুলো বন্ধ করে দিয়ে লোকজন সরানো হয়েছে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে বলে জানান পুলিশের সহকারী কমিশনার।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ বাসিন্দা সরানো হেলে পড়েছ ভবন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর