Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ২২:৪৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ ০০:০৪

গাইবান্ধা: জেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে হাসান আলী (৫৪) নামে জুতা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাসুদ রানা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক।

নিহত হাসান আলী গাইবান্ধা শহরের থানা পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি শহরের স্টেশন রোড়ের আফজাল সুজ দোকানের মালিক ছিলেন।

স্থানীয়রা জানান, মাসুদ রানা আওয়ামী লীগ নেতা হলেও সে একজন পেশাদার দাদন ব্যাবসায়ী। আর্থিক লেনদেনের জেরে হাসান আলীকে বল্লমঝাড় ইউনিয়নের নিজ বাড়িতে গত ১৩ মার্চ থেকে আটক করে রেখেছিলেন তিনি। সকালে মাসুদ রানার বাড়ির একটি রুম থেকে হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা ঝুলন্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর