Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের সহিংসতায় ক্ষতিগ্রস্ত সোনারগাঁওয়ে প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ২১:০৮

নারায়ণগঞ্জ: ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডব ও সহিংসতায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং রয়েল রিসোর্ট ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মামুনুল হককে স্থানীয়রা নারীসহ অবরুদ্ধ করে রাখার জেরে এ ঘটনা ঘটেছিল।

বিজ্ঞাপন

শ‌নিবার (১০ এপ্রিল) বিক‌ালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান শনিবার বিকালে ভাঙচুর হওয়া ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন- পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিচালক (অপরাধ) জিহাদুল কবির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এমও

সোনারগাঁও হেফাজতে ইসলাম হেফাজতের সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর