Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদা না পেয়ে ব্যবসায়িকে গুলির ঘটনায় ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ২০:১২

নড়াইল: চাঁদা না পেয়ে ব্যবসায়ী মুজিবর রহমানকে (৫৩) গুলির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার ছমির মোল্লার ছেলে তরিকুল ইসলাম (২২) এবং ভওয়াখালী নতুনপাড়া এলাকার ইলাহী মোল্লার ছেলে কাদেম মোল্লা (২২)।

এদিকে শনিবার (১০ এপ্রিল) যশোর পঙ্গু হাসপাতালে গুলিবিদ্ধ ব্যবসায়ী মুজিবরের ডান পায়ে হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে।

গুলির ঘটনায় আহত মুজিবর রহমান বাদি হয়ে ৬ জনকে আসামি করে শুক্রবার (৯ এপ্রিল) সদর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আমির জানান, আসামি দুই জনকে সদরের সিঙ্গাশোলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে পুলিশের কাছে মুজিবরকে গুলি ও কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছে।

পুলিশ ও গ্রেফতারকৃতরা জানায়, শহরের বেতবাড়িয়া এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী মুজিবর রহমানের কাছে মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ৬ জনের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় মুজিবর টাকা দিতে অস্বীকার করায় তাকে ডান হাঁটুর নিচে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ক্যাশবাক্স থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর মুজিবর রহমানকে প্রথমে সদর হাসপাতাল পরে যশোর বেসরকারি পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলেও পচন ধরে। পরে শনিবার (১০ এপ্রিল) ডান হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে হয়েছে।

সারাবাংলা/এমও

চাঁদা ব্যবসায়িকে গুলি যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর