Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটিয়া থানায় হেফাজতের হামলায় মামলা, গ্রেফতার ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ১৯:৪৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২০:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া থানায় হেফাজতে ইসলামের কর্মীদের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ‍ফুটেজ দেখে হামলার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৯ এপ্রিল) রাতভর উপজেলার জিরি, শোভনদন্ডী ও কচুয়াই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। গ্রেফতার পাঁচজন হলেন- জসীম উদ্দিন (৪২), খোরশেদ আলম (৪৫), ইমতিয়াজ হোসেন (৪০), আজিজুল ইসলাম (৪৫) ও মো. বেলাল (৩৫)।

বিজ্ঞাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে গত ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিবাদে প্রায় সপ্তাহব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় ওইদিন দুপুরে ঢাকায় বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর জেরে ওইদিন দুপুরে হেফাজতে ইসলামের মূলকেন্দ্র হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসা থেকে মিছিল বের হয়। মিছিলকারীরা হাটহাজারী থানায় ভাংচুর করেন। স্থানীয় ভূমি অফিস এবং সরকারি ডাকবাংলোর ভেতরে ঢুকে তাণ্ডব চালান। মাদরাসার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ইটের দেওয়াল তুলে দিয়ে তিনদিন ধরে সড়ক অবরোধ করে রাখে।

অন্যদিকে ২৬ মার্চ দুপুরে পটিয়া উপজেলার আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া নামে একটি কওমি মাদরাসার ছাত্ররা মিছিল বের করে। মিছিল থেকে তারা পটিয়া থানায় হামলা করে এবং একঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় পটিয়া থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা সাত থেকে আটশ মাদরাসা ছাত্রকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার সারাবাংলাকে বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। হামলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরও যাদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

পটিয়া থানা মামলা হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর