ফলের দোকানে শিশু বলাৎকার, ৩ যুবক কারাগারে
১০ এপ্রিল ২০২১ ১৭:১১ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৭:১৩
নোয়াখালী: জেলার চাটখিল উপজেলার ফলের দোকানে ১৩ বছরের এক শিশু শ্রমিককে বলাৎকারের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) দুপুর ৩টার দিকে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মৌখিকভাবে অভিযোগ পেয়ে শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে চাটখিল বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে আটক করে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলে— লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের নুরুল হকের বাড়ির মো.জামালের ছেলে মো.রাব্বি (১৯), সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সূর্য নারায়ণপুর আমিন হাজী বাড়ির মো.আবদুল্লার ছেলে মো. দিদার হোসেন (২৮), লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের ইব্রাহীমদের বাড়ির মো.ইব্রাহীমের ছেলে মো. সুমন (২৬)।
চাটখিল থানা পুলিশ সূত্র জানায়, শিশুটি চাটখিল বাজারে একটি ফলের দোকানে চাকরি করত। একই দোকানের তিন শ্রমিক দ্বারা ওই ফল দোকানে শিশুটি বালৎকারের শিকার হয়। আসামিরা চাটখিলে ভাড়া বাসায় থেকে চাকরি করত।
মামলার এজহার সূত্রে জানাযায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন থেকে বেশ কয়েকবার শিশুটিকে বলাৎকার করে আসছে। এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
সারাবাংলা/এনএস