শেবাচিমের আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
১০ এপ্রিল ২০২১ ১৬:৫১ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৬:৫২
বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চার জন রোগীর মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এ চার ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।
এদিকে গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র দেওয়া হয়েছে সাত জনকে। বর্তমানে এ দুটি ওয়ার্ডে রোগী রয়েছেন ১৪৬ জন। যার মধ্যে করোনা ওয়ার্ডে ৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে তিন হাজার ৬২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন এক হাজার ৮৭ জন। মোট রোগীর মধ্যে দুই হাজার ৯৬৩ জন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র ও রেফার্ড হয়েছেন। যার মধ্যে শুধু করোনার রোগী ছিলেন ৮৯৫ জন।
আর এ হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর মধ্যে ১৫১ জন করোনা ওয়ার্ডে ও ৩৬৭ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে মারা যান। এছাড়া মারা যাওয়া আরও ৯ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনএস
২৪ ঘণ্টায় চার জন রোগীর মৃত্যু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)