পৌর মেয়রের বাসায় বিস্ফোরণ, ৪ দিন পর স্ত্রীর মৃত্যু
১০ এপ্রিল ২০২১ ১৬:১০ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৬:১১
মুন্সীগঞ্জ: জেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আবদুস ছালামের বাসভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনার চার দিন পর স্ত্রী কানন বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১০ এপ্রিল) দুপুরে ১টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিসাৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে কাননের বয়স হয়েছিল ৪০ বছর। তার বোনের ছেলে মো. রাজিব এ তথ্য নিশ্চিত করেন। মৃত কাকন দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
উল্লেখ, মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাস ভবনে সোমবার (৬ এপ্রিল) রাত ৯ টার দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এসময় স্ত্রী কাকান বেগম, চারজন কাউন্সিলরসহ অন্তত ১৩ জন দগ্ধ হয়।
আরও পড়ুন: মিরকাদিম পৌর মেয়রের বাসায় দগ্ধ ১২ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সিগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়।
সারাবাংলা/এনএস
গ্যাস লিকেজে বিস্ফোরণ মিরকাদিম পৌরসভার মেয়রের বাসভবন মেয়র হাজী আবদুস ছালাম স্ত্রীর মৃত্যু