Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন পর ফের করোনায় মৃত্যুর রেকর্ড

সারাবাংলা ডেস্ক
১০ এপ্রিল ২০২১ ১৬:০২ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৪:২৭

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় এই সংক্রমণ নিয়ে মারা গেছেন ৭৭ জন। এর আগে গত পরশু বৃহস্পতিবার (৮ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ৭৪ জন মারা গিয়েছিলেন। করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে একদিন পরই সেই রেকর্ড নতুন করে লিখতে হলো।

একই সময়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৪৩ জনের মধ্যে। গত একসপ্তাহের মধ্যে এই প্রথম সংক্রমণ শনাক্ত হলো ছয় হাজারের কম। তবে আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও কম হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার। আর গত ২৪ ঘণ্টার আগের ছয় দিনের মধ্যে পাঁচ দিনই সংক্রমণ শনাক্ত হয়েছে সাত হাজারের বেশি, একদিন কেবল সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৫৪টি।

বিজ্ঞাপন

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে আগের দিনের মতোই ২৪৩টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এদিন নমুনা সংগ্রহ কর হয়েছিল ২৫ হাজার ১৮৫টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৭৭টি। আগের দিন মোট নমুনা পরীক্ষা হয়েছিল ৩১ হাজার ৬৫৪টি। এ নিয়ে দেশে মোট ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৫ হাজার ৩৪৩টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

বিজ্ঞাপন

একদিনে রেকর্ড ৭৭ জনের মৃত্যু

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন রেকর্ড ৭৭ জন। এ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন মোট ৯ হাজার ৬৬১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। এই ৭৭ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৫৩ জন, ২৪ জন নারী।

গত ২৪ ঘণ্টায় যে ৭৭ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪৪ জন ষাটোর্ধ্ব, ২২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী দুই জন, ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে এই সময়ে।

মৃত এই ৭৭ জনের ৫১ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১৫ জন। এছাড়া রংপুর বিভাগের চার জন, রাজশাহী বিভাগের তিন জন, খুলনা বিভাগের দুই জন এবং একজন করে মারা গেছেন বরিশাল ও সিলেট বিভাগে।

আগের দিনের তুলনায় বেড়েছে সুস্থতার সংখ্যা

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৫১১ জন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় ৩২৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩০ শতাংশ। করোনা সংক্রমণ শনাক্তের পরিমাণ বাড়তে থাকায় শনাক্তের বিপরীতে সুস্থতার হার কমছে।

ভ্যাকসিনের তথ্য

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭০ লাখ ১৪ হাজার ৫০৯ জন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৪ হাজার ৮৪৭ জন। আর গতকাল শুক্রবার (৯ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে ভ্যাকসিন প্রয়োগ বন্ধ ছিল। ফলে প্রথম ডোজের ভ্যাকসিন ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বৃহস্পতিবারের মতোই রয়েছে ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন।

সারাবাংলা/টিআর

করোনায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর