Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার’

স্পেশাল করেসপন্ডে
১০ এপ্রিল ২০২১ ১৪:৪৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৬:৪২

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টি কিংবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের (কোভিড ১৯) দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে।

করোনার ভ্যাকসিন নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সেজন্য সবাইকে ভ্যাকসিনের দ্বিতীয় নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।

সারাবাংলা/জিএস/এনএস

অরাজকতা সৃষ্টির চেষ্টা আইনমন্ত্রী আনিসুল হক কঠোর ব্যবস্থা নিবে সরকার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর