Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের সব থানাতে নিরাপত্তা জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ১৪:৩০

বরিশাল: বরিশালের থানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, নগরীর বাসিন্দাদের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি থানার সরকারি সম্পদ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পেশাগত দায়িত্ব। সব সময়ই এই দায়িত্ব পালন করে থাকে পুলিশ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সরকার সারাদেশের সব থানার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। এর অংশ হিসেবে বরিশালের থানাগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সদস্যদের আরও সক্রিয় এবং সতর্ক রাখা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

শুধু কোতোয়ালি মডেল থানা নয়, মেট্রোপলিটনের অপর তিন থানা এবং জেলার ১০ থানার নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সারাবাংলা/এনএস

থানায় নিরাপত্তা জোরদার বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর