Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনের পর লাশ পুকুরে, স্ত্রী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ১৩:২২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করেছে।

শনিবার (১০ এপ্রিল) সকাল ৮ টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত জয়নাল আবেদীন (৩৭) তেলিপাড়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে। জয়নাল নগরীর হালিশহরে ফল বিক্রি করেন বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে বলেন, ‘শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে তাকে খুন করা হয়েছে। অণ্ডকোষে মারাত্মক জখম পাওয়া গেছে। রাতের কোনো একসময় খুনের পর তার লাশ বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পুকুরে ফেলে দেওয়া হয়। সকালে ভেসে থাকা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।’

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ পরিদর্শক সুমন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, জয়নাল এবং তার স্ত্রী লিমার সঙ্গে প্রায়ই ঝগড়া হত। প্রতিবেশিরা বলেছেন, লিমার সঙ্গে স্থানীয় এক যুবকের বিবাহবর্হিভূত প্রেমের সম্পর্ক ছিল। দুইদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কয়েকবার গ্রামে সালিশ বৈঠক হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর জেরে লিমা ও তার বন্ধু মিলে জয়নালকে খুন করেছে বলে আমাদের ধারণা। কারণ, জয়নালের ঘরের ভেতরে আমরা রক্তের দাগ পেয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য লিমাকে আটক করা হয়েছে।’

সুরতহাল শেষে জয়নালের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক সুমন বণিক জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

ছুরিকাঘাতে খুন লাশ উদ্ধার স্ত্রী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর