চট্টগ্রামে করোনায় প্রাণ গেল চিকিৎসকের
১০ এপ্রিল ২০২১ ১১:৩০ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১২:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ২০ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
শুক্রবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, আবদুল লতিফের (৬৫) বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন। চাকরি সূত্রে একসময় মধ্যপ্রাচ্যে অবস্থান করলেও সর্বশেষ কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিতেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও করোনা মোকাবেলায় স্বাচিপের গঠিত কমিটির বিভাগীয় সমন্বয়কারী আ ম ম মিনহাজুর রহমান সারাবাংলাকে জানান, আবদুল লতিফ করোনায় আক্রান্ত ছিলেন। পরে অবশ্য নমুনা পরীক্ষায় করোনা নিগেটিভ আসে। কিন্তু করোনার জটিলতা তিনি কাটিয়ে উঠতে পারেননি। এছাড়া তার হৃদরোগসহ আরও জটিলতা ছিল।
করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রাতে আইসিইউতে মারা যান বলে জানিয়েছেন মিনহাজুর রহমান।
সারাবাংলা/আরডি/এএম