Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকছড়িতে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ১০:২০ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১২:১১

খাগড়াছড়ি: বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মানিকছড়ি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছয় ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলা ছাত্রলীগ কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. হিমেল হাসান ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও একই অপরাধে ২নং বাটনাতলী ইউনিয়ন ছাত্রলীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আবদুল্লাহ পালোয়ান, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন রাতুল, ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, ৪ নম্বর তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলামকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএম

খাগড়াছড়ি ছাত্রলীগ বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর