Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গের নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২১ ০৯:৫৬

ভারতের পশ্বিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট শুরু হয়েছে রাজ্যের ৫ জেলার ৪৪টি কেন্দ্রে। স্থানীয় সময় শনিবার (১০ এপ্রিল) সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

নির্বাচনে উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব কয়টিতেই ভোটগ্রহণ চলছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রের মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টি এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসনেও ভোট হচ্ছে।

বিজ্ঞাপন

চতুর্থ দফার ভোটে রয়েছেন সবচেয়ে বেশি তারকা প্রার্থীও। এছাড়া তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া প্রভাবশালী নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী এবং বৈশালী ডালমিয়ারা আজকে প্রার্থী। তারকাদের মধ্যে সিঙ্গুরে বিজেপি-র প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, চুঁচুড়ায় বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, চন্দননগরে তৃণমূলের প্রার্থী ইন্দ্রনীল সেন, উত্তরপাড়ায় তৃণমূলের প্রার্থী কাঞ্চন মল্লিক এবং বিজেপির প্রবীর ঘোষাল। বেহালা পূর্বে তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী পায়েল সরকার। বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপির শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভোট। ওই দুই জেলাতে রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থী। কোচবিহারের নাটাবাড়ি থেকে লড়ছেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, দিনহাটার বিজেপির প্রার্থী সাংসদ নিশীথ প্রামাণিক এবং কুমারগ্রামে তৃণমূলের প্রার্থী লিওস কুজুর।

বিজ্ঞাপন

২০১৬-র বিধানসভা নির্বাচনের নিরিখে এই ৪৪টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ৩৯টি। বিজেপির হাতে মাত্র একটি এবং বামেদের দখলে তিনটি আসন। আর তাদের জোট শরিক কংগ্রেসের ঝুঁলিতে ছিল একটি আসন। অবশ্য ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের হিসাব অনেক বদলে গিয়েছে। এই ৪৪টি আসনের মধ্যে তৃণমূল ২৫টি এবং বিজেপি ১৯টি কেন্দ্রে এগিয়ে। তবে সে সময় পৃথক ভাবে লড়াই করা বাম-কংগ্রেসের হাতে কোনও আসনই নেই।

সারাবাংলা/এএম

টপ নিউজ তৃণমূল কংগ্রস পশ্চিমবঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচন মমতা বন্দোপাধ্যায়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর