Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল পদ্ধতিতে তৈরি হচ্ছে নতুন এডিপি

জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ০৮:৪২

ঢাকা: করোনা মহামারির মধ্যেও থেমে নেই নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচী তৈরির কাজ। তবে এবার করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ডিজিটাল পদ্ধতিতেই চলছে পুরো প্রক্রিয়াটি। এরইমধ্যে ২০২-২২ অর্থবছরের এডিপি তৈরির নীতিমালা জারি করাসহ প্রথম কলনোটিশের মাধ্যমে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছ থেকে চাহিদা সংগ্রহ সবই করা হয়েছে অনলাইনে।

এ ছাড়া রোববার থেকে শুরু হচ্ছে বরাদ্দহীন অননুমোদিত উন্নয়ন প্রকল্প নির্ধারণের জন্য চারদিনের সিরিজ বৈঠক। সবগুলোই অনুষ্ঠিত হবে ভার্চুয়াল পদ্ধতিতেই। এ সব বৈঠকে সভাপতিত্ব করবে পরিকল্পনা বিভাগের সচির জয়নুল বারী।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পরিকল্পনা বিভাগের একাধিক কর্মকতা সারাবাংলাকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এমনিতেই অফিসগুলোতে কাজকর্মে ঢিলেঢালা ভাব ছিল। বলতে গেলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। এরই মধ্যে গত ৫ মে থেকে সরকার কঠোর বিধি নিষেধ আরোপ করায় একান্ত প্রয়োজন ছাড়া কেউ অফিসে আসতে চাইছেন না। এ অবস্থায় ডিজিটাল পদ্ধতিই একমাত্র ভরসা।

পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারী সারাবাংলাকে বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতেও আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। এডিপি তৈরির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বরাদ্দহীন অনুমোদিত নতুন প্রকল্প তালিকা তৈরি করা করা। কেননা এসব প্রকল্প থেকেই আগামী অর্থবছর অনুমোদন প্রক্রিয়া করা হবে। তাই আমরা বৈঠক করতে যাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো অর্থ মন্ত্রণালয় থেকে নতুন এডিপির জন্য বরাদ্দের সিলিং নির্ধারণ করে দেয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি আগামী মে মাসের মাঝামাঝি সময় এডিপি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদেও (এনইসি) বৈঠকে উপস্থাপন করা সম্ভব হবে। তওে তারিখ নির্ভর করছে প্রধানমন্ত্রীর কাছে সময় পাওয়ার উপর।’

বিজ্ঞাপন

সূত্র জানায়, আগামী অর্থবছরের এডিপির জন্য বরাদ্দহীন অননুমোদিত নতুন প্রকল্প অর্ন্তভূক্তির প্রস্তাব যাচাই-বাছাইয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভার আয়োজন করা হয়েছে। এ জন্য গত ৬ প্রপ্রিল মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চিঠি পাঠায় পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ।

চিঠিতে বলা হয়েছে জুম অ্যাপস এর মাধ্যমে ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮, ১৯ এবং ২০ এপ্রিল এসব বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে যুগ্ম প্রধান, যুগ্ম সচিব অথবা সংস্থা প্রধান পর্যায়ের নিম্মে নয় এমন কর্মকর্তাদেও প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের অনুরোধ জানানো হলো।

এদিকে এরই মধ্যে সিরিজ বৈঠকের মাধ্যমে মাধ্যমে আগামী অর্থবছরের জন্য বৈদেশিক সহায়তা অংশ নির্ধারণ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এক্ষেত্রে বৈদেশিক সহায়তা অংশ ধরা হয়েছে ৮৯ হাজার কোটি টাকা। যেটি চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় ১৮ হাজার ৪৯৪ কোটি টাকা এবং সংশোধিত এডিপির তুলনায় ২৬ হাজার কোটি টাকা বেশি।

এ প্রসঙ্গে ইআরডির অতিরিক্ত সচিব ও ফাবা উইং এর প্রধান মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে জানান, মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা করেই এই অর্থ বরাদ্দ প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে।

সারাবাংলা/জেজে/একে

উন্নয়ন কর্মসূচি এডিপি ডিজিটালি এডিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর