Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষককে জিম্মি করে টাকা আদায়, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ২১:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছাত্রী পরিচয়ে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষককে ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ এপ্রিল) সকালে নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারি কমিশনার মো. শাহআলম।

গ্রেফতার দু’জন হলেন— শাহিনা আক্তার প্রকাশ আইরিন নিসা (৩০) এবং মো. ফয়সাল রেজা (২৫)। তাদের বাসা খুলশী থানার পাহাড়তলী এলাকায়।

সহকারী পুলিশ কমিশনার মো. শাহআলম সারাবাংলাকে জানান, ঘটনার শিকার ৬৫ বছর বয়সী ব্যক্তি অবসরপ্রাপ্ত একজন কলেজ শিক্ষক, যিনি অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ৪ এপ্রিল ছাত্রী পরিচয়ে ফোন করে দেখা করার কথা বলে তাকে খুলশী থানার জাকির হোসেন সড়কে ডায়াবেটিক হাসপাতালের সামনে নিয়ে যান শাহিনা। সেখানে যাবার পর শাহিনার সঙ্গে আরও দুই যুবককে দেখতে পান তিনি। এক যুবক তার তলপেটে ঘুষি মেরে তাকে আহত করে।

এরপর তাকে প্রথমে একটি রিকশায় এবং পরে একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাতনামা স্থানে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে আবারও মারধর করে সঙ্গে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর আরও পাঁচ লাখ টাকা দাবি করে। তিনি টাকা দিতে অপারগতা জানালে তার আপত্তিকর কিছু ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ‍হুমকি দেয়। টাকা দিতে রাজি হওয়ার পর তারা ওই ব্যক্তির সঙ্গে তার বাসায় যান। সেখানে তিনি দুই লাখ টাকার একটি চেক তাদের হাতে তুলে দেন।

পুলিশ কর্মকর্তা শাহআলম বলেন, ‘দুই লাখ টাকার চেক পাবার পর তারা চলে যায়। পরে ব্যাংক থেকে তারা সেই টাকা উত্তোলনও করেন। কিন্তু পরবর্তীতে আবারও ফোনে বাকি টাকার জন্য হুমকি-ধমকি দিতে থাকে। টাকা না দিলে আপত্তিকর ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক খুলশী থানায় বিষয়টি জানান। এরপর আমরা অপরাধীদের অবস্থান শনাক্ত করে প্রথমে শাহিনাকে গ্রেফতার করি। এরপর তার দেওয়া তথ্যে ফয়সালকে গ্রেফতার করি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

দু’জন গ্রেফতার শিক্ষককে ডেকে নিয়ে জিম্মি