গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় অসহায় নেতাকর্মীদেরকে সহায়তা
৯ এপ্রিল ২০২১ ২১:৩৬ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ২১:৪০
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের বাড়িতে এবং বিভিন্ন এতিমখানা, মসজিদে যান তিনি এবং অনুদান দেন।
এসময় রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান বাদশা, নবী হোসেন ও মুরাদ হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
পরে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিসহ সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী।
সারাবাংলা/এমও