Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের চাপ কম থাকবে ঢাকার আশেপাশের এলাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ২১:৫৫

ঢাকা: বাগরাবাদ-সিদ্ধিরগঞ্জ লাইনে পিগিং কার্যক্রম শুরু হওয়ার কারণে আগামী দুই দিন ঢাকার আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। শনিবার (১০ এপ্রিল) ভোর ৬টা থেকে রোববার (১১ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার (৯ এপ্রিল) তিতাস গ্যাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএ) আগামী ১০ থেকে ১১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত বাগরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাসলাইনে পিগিং কার্যক্রম করবে। সেজন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ সোনারগাঁও, গজারিয়া, মেঘনাঘাটসহ আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ গোদনাইল টিবিএস-এ কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরি ভিত্তিতে ভালভে লিকেজ প্রতিস্থাপনের জন্য নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কোনোরকম নোটিশ ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় এসব এলাকাবাসী বিপদে পড়ে যান। পরে দ্রুত কাজ শেষ করে বিকাল পাঁচটার দিকে গ্যাস সরবরাহ শুরু করে যা পরিপূর্ণ ভাবে পেতে রাত ১০টা বেজে যায়।

সারাবাংলা/জেআর/এমও

গ্যাস গ্যাসের চাপ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর