Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ২০:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গুলি করে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে খুন করা হয়েছে। প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী।

নিহত মো. মফিজ (৪৫) পশ্চিম সরফভাটা গ্রামের গঞ্জম আলী সরকার বাড়ির ওয়াহিদুর রহমানের ছেলে।

ওসি মাহবুব মিল্কী সারাবাংলাকে বলেন, ‘বাড়ির পাশে মফিজকে একা পেয়ে দুর্বৃত্তরা গুলি করে খুন করেছে। এরপর তারা পালিয়ে যায়। আমরা লাশ উদ্ধার করেছি। এই খুনের ঘটনায় কে বা কারা জড়িত সেটা এলাকার লোকজন নিশ্চিতভাবে বলতে পারছে না। আমরা ঘটনাস্থলে আছি। কারা এ খুনের সঙ্গে জড়িত সেটা তদন্ত করে দেখছি।’

নিহত মফিজকে রাঙ্গুনিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী উল্লেখ করে ওসি মাহবুব বলেন, ‘তার বিরুদ্ধে খুন, ডাকাতি-অস্ত্র আইনে ৫টি মামলা আছে। অন্যান্য থানায়ও মামলা থাকতে পারে। মফিজের নিজের একটি গ্রুপ আছে যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আবার একই গ্রামে তোফায়েল নামে একজন সন্ত্রাসী আছে। তারও একটা গ্রুপ আছে। মফিজ গ্রুপ ও তোফায়েল গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর আগে মফিজের বড় ভাই ইদ্রিস এবং তোফায়েলের ভাই ওসমানও খুন হয়েছে। তাদের মধ্যে খুনোখুনি-মারামারি লেগে আছে। মফিজকে খুনের পেছনে তোফায়েল গ্রুপ জড়িত বলে আমাদের ধারণা।’

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম টপ নিউজ তালিকাভুক্ত সন্ত্রাসী পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর