Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যার ভয় দেখিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ


৯ এপ্রিল ২০২১ ১৯:৩৪

সাতক্ষীরা: জেলার দেবহাটায় হত্যার ভয় দেখিয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই দিন দুপুরে শিশুর মা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সিরাজুল ওই গ্রামের মৃত আহম্মদ মোল্লার ছেলে। তিনি পেশায় একজর কাঠমিস্ত্রি।

বিজ্ঞাপন

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি প্রতিদিন তার সহপাঠীদের সঙ্গে পাশ্ববর্তী তার ফুফুর বাড়িতে খেলা করতে যেত। খেলতে যাওয়ার সময় প্রতিবেশী কাঠমিস্ত্রি সিরাজুল তাকে কৌশলে তার ফার্নিচারের দোকানে নিয়ে প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত ও উত্যক্ত করত। এক পর্যায়ে গত সোমবার সিরাজুল তার ফর্নিচারের দোকানে ওই শিশুটিকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশুটি বাসায় ফিরে বিষয়টি তার বাবা-মাকে জানায়। কোনো উপায় না পেয়ে একপর্যায়ে ওই শিশুর বাবা-মা বৃহস্পতিবার দুপুরে দেবহাটা থানা যায়। এরপর শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে সিরাজুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর ওই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলামকে আজ (শুক্রবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হত্যার ভয়