Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আরও তিন জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ১৯:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ৪০৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদনে এসব তথ্য এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮০ জন করোনায় আক্রান্ত হিসেবে নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১৪ জন চট্টগ্রাম মহানগরী এবং ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫৬৮ জন। এরমধ্যে শহরের ৩৪ হাজার ৮৯৮ জন এবং উপজেলার ৮ হাজার ৬৭০ জন।

সারাবাংলা/আরডি/এমও

করোনাভাইরাস তিন জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর