Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদানীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার প্রতিবেদন ৩০ মে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ১৮:২৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ১৮:৩০

ঢাকা: মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩০ মে ধার্য করেছেন আদালত।

শুক্রবার (৯ এপ্রিল) মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত মামলার এজাহার গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করে দেন।

বিজ্ঞাপন

এর আগে, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন আদনান শান্ত নামে এক ব্যক্তি।

মামলার এজাহারে বলা হয়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

এর আগে, গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার হয়ে রফিকুল ইসলাম মাদানী কারাগারে রয়েছেন।

সারাবাংলা/এআই/একে

ডিজিটাল নিরাপত্তা আইন রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর