প্রবাসী ছাড়া বিদেশগামীদের নমুনা বেসরকারিতে পাঠানোর সুপারিশ
৯ এপ্রিল ২০২১ ১৮:১২ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ২২:১৯
ঢাকা: বিদেশে অভিবাসী কর্মজীবী ছাড়া অন্যান্য যাত্রীদের নভেল করোনাভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ শনাক্তকরণের নমুনা পরীক্ষার জন্য বেসরকারি পরীক্ষাগারে পাঠানোর সুপারিশ করেছে দেশে কোভিড-১৯ মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এতে চাপ কিছুটা কমবে। বিদেশে অভিবাসী কর্মজীবী মানুষ ছাড়া অন্যান্য যাত্রীদের পরীক্ষা বেসরকারী পরীক্ষাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
শুক্রবার (৯ এপ্রিল) কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ’র সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণের হার বাড়ার কারণে করোনা পরীক্ষা কেন্দ্রগুলোতে রোগীর ভিড় বাড়ছে, রিপোর্ট পেতেও সময় লাগছে। যারা টেস্ট করতে আসছেন তাদের একটা বড় অংশ বিদেশগামী যাত্রী। বিদেশে অভিবাসী কর্মজীবী মানুষ ছাড়া অন্যান্য যাত্রীদের বেসরকারি পরীক্ষাগারে পাঠাতে পারলে সরকারি ল্যাবরেটরিতে চাপ কিছুটা কমবে।
পরামর্শক কমিটির সুপারিশ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে অভিবাসী কর্মজীবী মানুষ ছাড়া অন্যান্য যাত্রীদের পরীক্ষা বেসরকারি পরীক্ষাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এতে করে রোগীদের পরীক্ষা ও রিপোর্ট দ্রুত প্রদান করে আইসোলেশন নিশ্চিত করা যাবে যা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩০তম সভা জুম এর মাধ্যমে ৭ এপ্রিল রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। সভায় কমিটির সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে কিছু সুপারিশ গৃহীত হয় ।
সারাবাংলা/এসবি/একে