Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ৫ মিনিটের শিলাবৃষ্টিতে বোরো ধান ক্ষতিগ্রস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ১৭:৫৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ১৭:৫৬

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার জালধরা, কালিজানি, মেধাসহ বেশ কয়েকটি হাওরে এই শিলাবৃষ্টি হয়।

এতে বাদশাগঞ্জ ও পাইকুরাটি, ধর্মপাশা ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচ হাজার কৃষকের জমির ধান শিলাবৃষ্টিতে জমিতে পড়ে গেছে।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে ৫ মিনিটের শিলাবৃষ্টিতে পাট ও পাকা ধানের ক্ষতি হয়েছে।’

বাদশাগঞ্জ ইউনিয়নের গাভী গ্রামের কৃষক রহমত আলী বলেন, ‘এক রাতের ৫ মিনিটের শিলাবৃষ্টি আমাদের জমির পাকা ধান ঝরিয়ে ফেলেছে। আমার মতো শত শত কৃষকের জমি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের সদস্য নুরুজ্জামান বলেন, ‘কয়েক মিনিটের শিলাবৃষ্টি কৃষকদের পথে বসিয়ে দিয়েছে। জমির পাকা ধান এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে।’

বৌলাম গ্রামের আব্দুল কাঈয়ুম বলেন, ‘যেভাবে শিলাবৃষ্টি হয়েছে জমিতে আর কাঁচি লাগানো যাবে না। সব কিছু শেষ করে দিয়েছে। জমিতে ধান নেই, আছে শুধু গাছ।’

উপজেলা কৃষি বিভাগের লোকজন বাদশাগঞ্জ, পাইকুরাটি এবং ধর্মপাশা উপজেলা সদরে হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তারা।

সারাবাংলা/এমও

বোরো ধান শিলাবৃষ্টি সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর