Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্যারিস চুক্তি অনুসারে ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ১৭:০০ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ১৭:৫৬

ঢাকা: প্যারিস চুক্তিতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ ছিল, অঙ্গীকার অনুযায়ী সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বাইডেন প্রশাসন। ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষদূত জন কেরি এ কথা জানিয়েছেন।

শুক্রবার (৯ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাইডেন প্রশাসনের এই অবস্থানের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতেই তার এই সফর। সর্বপ্রাণের বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বাইডেন প্রশাসন এরইমধ্যে প্যারিস চুক্তিতে ফিরে এসেছে। ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সচেতন হতে হবে। আর এই প্রক্রিয়ায় সকলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের ব্যাপারে মানুষের দীর্ঘ মনোযোগহীনতা আজকের এই পরিস্থিতি তৈরি করেছে। যে কারণে পৃথিবীতে বন্যা, খরা, অভিবাসনসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা সবুজ পৃথিবী নির্মাণে কাজ করছেন, তাদের কথা মতো কাজ করলে সত্যিকারের সবুজ পৃথিবী গড়ে তোলা যাবে বলেন জন কেরি।

তিনি বলেন, এপ্রিলে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো সকলে মিলে সবুজ পৃথিবী প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কথা উল্লেখ করে তা মোকাবিলা নিয়ে কাজের ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে।

এ কারণে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশ যোগ দেওয়ার উৎসাহ প্রকাশ করায় যুক্তরাষ্ট্র আনন্দিত। তার বিশ্বাস, সকলে মিলে একসঙ্গে কাজ করে বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

এর বাইরেও মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গ উঠলে জন কেরি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ইস্যুতে মিয়ানমার সরকার ভিন্ন পথে হাঁটছে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার যে নতুন নজির সৃষ্টি করেছে তা প্রশংসনীয়। এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে আছে।

সারাবাংলা/জেআইএল/একেএম

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্যারিস চুক্তি মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষদূত জন কেরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর