Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের হরতালে সহিংসতায় মামলা, বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ১৬:০১

নারায়ণগ‌ঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্মসাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আনোয়ার (৩৯), নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশ‌নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মামুন মিয়া (৩৯), জেলা জামায়াত ইসলামীর রোকন মোহাম্মদ আব্দুর রহমানের একান্ত ব্যক্তিগত সহকারী ও ২নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফারুক হোসেন (৪০), বিএনপি সমর্থক নুর উদ্দীন (৪২)। তারা সকলেই সিদ্ধিরগঞ্জের বাসিন্দা।

বিজ্ঞাপন

সি‌দ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মশিউর রহমান (পিপিএম বার) জানান, গ্রেফতারকৃত আসামিরা নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি। পুলিশের একটি দল অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ওই চার নেতাকর্মীকে গ্রেফতার করে। আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় তিন হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে র‌্যাব বাদী হয়ে একটি, পুলিশ বাদী হয়ে ৬টি ও ক্ষতিগ্রস্থ গাড়ির দুই মালিক বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন।

সারাবাংলা/এনএস

পুলিশের মামলা বিএনপি নেতাকর্মী গ্রেফতার হরতালে সহিংসতা হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর