Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে বসতঘর-দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ১৩:১৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ১৩:৩৬

নেত্রকোনা: পূর্বধলা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৯ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ভবের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার মো. সুজন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের হাদিস মিয়ার রাইস মিলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাজারের ১০টি দোকান এবং একটি বসত ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

পূর্বধলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, আগুন লাগার ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

আগুন নেত্রকোনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর