Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্ধারিত সময়ে ভ্যাট রিটার্ন না দিলে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ০০:৪৯

ফাইল ছবি

ঢাকা: দেশজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে, এর মধ্যেই দ্বিতীয় দফার সতর্কতা হিসেবে সরকারি কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট দফতর খোলা রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন (দাখিলপত্র) জমা নিশ্চিত করতেই এ ব্যবস্থা। আর তাই নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন জমা না দিলে গুনতে হবে সুদসহ জরিমানা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তরফ থেকে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মূসক বাস্তবায়ন ও আইটি সদস্য আব্দুল মান্নান শিকদারের সই করা ওই আদেশে বলা হয়েছে, করদাতাদের মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এর অন্যথা হলে আইন অনুসারে সুদ ও জরিমানা আরোপের বিধান রয়েছে।

ব্যবসায়ীদের মাসিক ভ্যাট দাখিলপত্র দাখিলে সহায়তা করা ও দাখিলপত্র গ্রহণের সুবিধার্থে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধকালেও সংশ্লিষ্ট দফতরগুলো খোলা রয়েছে। করদাতারা স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট ভ্যাট দফতরে দাখিলপত্র পেশ করতে পারবেন। ওই সময়ে কর্মচারী কর্মকর্তারা করোনা সংক্রান্ত সতর্কতা ও নিরাপত্তামূলক সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দাখিলপত্র গ্রহণ ও রাজস্ব আদায় করবেন বলে জানিয়েছে এনবিআর।

সারাবাংলা/এসজে/একেএম

জরিমানা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট রিটার্ন