Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি-৮ দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতা জোরদারের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ২০:৩৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ২১:১১

ঢাকা: চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের স্বার্থে উন্নয়নশীল ৮ দেশের জোট ডি-এইটের রাষ্ট্রগুলোর মধ্যে প্রযুক্তি ও বাণিজ্য খাতে কার্যকর ও শক্তিশালী সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈশ্বিক এই জোটের শীর্ষ সম্মেলনে সভাপতির বক্তৃতায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শীর্ষ সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, এই জোটের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নে শীর্ষ সম্মেলনে ঢাকা ঘোষণা এবং তা বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করা হয়। ঢাকা ঘোষণায়, বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পর্যটন— এই ছয়টি খাতে উন্নয়নশীল ৮ দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন উৎপাদন বিষয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা করা হয়। পাশাপাশি করোনা পরবর্তী সময়ে করোনার অভিঘাত কাটিয়ে উঠতে নতুন নতুন উদ্ভাবনী বিষয়ে জোর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ড. মোমেন আরও জানান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন প্রযুক্তির সঙ্গে ডি-৮ রাষ্ট্রগুলো যেন খাপ খাইয়ে চলতে পারে, সেদিকে খেয়াল রেখে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়। ডি-৮ অন্তর্ভুক্ত দেশগুলোর যুব সম্প্রদায় যেন তাদের সুপ্ত সম্ভাবনাকে সর্বোচ্চভাবে বিকশিত করে নিজ নিজ দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সে প্রত্যাশাকে সামনে রেখে এবারের সম্মেলনে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষ সম্মেলনের পাশাপাশি তরুণ সামিটের আয়োজন করেছে। কারণ এই জোটের মোট জনসংখ্যার ১৯ শতাংশ ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ। এদের কাজে লাগাতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/টিআর

উন্নয়নশীল আট দেশ ডিএইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৮

আরো

সম্পর্কিত খবর