Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উই-এর আয়োজনে ‘বিএসএম’, উদ্যোগের সঙ্গে থাকার আশ্বাস পাটমন্ত্রীর

সারাবাংলা ডেস্ক
৮ এপ্রিল ২০২১ ২০:১৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ২০:১৮

ঢাকা: ৩দিন ব্যাপী ‘Textile Buyer Seller Meet 2021’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), গেস্ট অফ অনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাই স্বোয়ামী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উই এর উপদেষ্টা জাহানুর কবির সাকিব, বৈশ্বিক উপদেষ্টা সিল্কক গ্লোবালের সিইও সৌম্য বসু।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) কাজকে সমর্থন করি। আপনারা যেভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান, সেটা দারুণ ব্যাপার। উই কালারফুল ফেস্টের উদ্যোগ, বায়ার সেলার মিটআপ এর মতো উদ্যোগগুলো ভীষণ প্রয়োজনীয়। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ভবিষ্যতে এ ধরণের উদ্যোগগুলোর সঙ্গে থাকবো।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি ভীষণ আনন্দিত এরকম একটি আয়োজনে যুক্ত হতে পেরে। বাংলাদেশী নারী উদ্যোক্তাদের এরকম উদ্যোগে দেশি-বিদেশি বিভিন্ন বড় উদ্যোক্তাদের অংশগ্রহণ সেক্টরটিকে আরও বড় ক্ষেত্র দিতে পারবে। উইয়ের সঙ্গে ফুড সেফটি নিয়ে আমরা কাজ করবো।’

এবারের বায়ার সেলার মিটের মাধ্যমে এক্সপোর্টার ও বায়ার এক্সপোর্ট সংক্রান্ত আলোচনায় অংশ নিচ্ছেন। দেশীয় পণ্যের উন্নয়নে উই এর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন অতিথিরা, রাজশাহী সিল্কের প্রচার-প্রসার সম্পর্কেও কাজের উঠে আসে।

উই এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমাদের এবারের বি এস এম এ ২০০জন সেলার ও ২৫ জন বায়ার জুম প্লাটফর্ম এর মাধ্যমে যুক্ত হবে। সমাপনী আয়োজনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি যুক্ত হবেন। এই আয়োজনের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই বিশ্বমার্কেটে বাংলাদেশি পণ্যের বাজার বিস্তৃত করতে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

উই বস্ত্র ও পাটমন্ত্রী বিএসএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর