চট্টগ্রামে করোনায় আরও ৬ জনের মৃত্যু
৮ এপ্রিল ২০২১ ১৮:৫৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ১৯:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ৪০৬ জনের মারা গেলেন। আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে।
বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ২ হাজার ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৭৩ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ছয় জনের মধ্যে পাঁচ জনই নগরীর বাসিন্দা। একজন উপজেলার বাসিন্দা। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১৮৮ জন। এর মধ্যে শহরের ৩৪ হাজার ৫৮৪ জন ও উপজেলার ৮ হাজার ৬০৪ জন।
সারাবাংলা/আরডি/টিআর