Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত ধনকুবেরের শহর

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২১ ১৯:১৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ২২:২৮

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোবর্স প্রকাশিত সর্বশেষ বার্ষিক তালিকা অনুযায়ী বিশ্বের যে কোনো শহরের চেয়ে এখন চীনের রাজধানী বেইজিংয়ে বেশি ধনকুবের বসবাস করে। আগের বছরের চেয়ে ৩৩ জন বেড়ে বেইজিংয়ে বসবাসকারী বর্তমান ধনকুবেরের সংখ্যা ১০০।

এর মধ্য দিয়ে সাত বছর ধরে তালিকার শীর্ষে থাকা নিউইয়র্ককে পেছনে ফেলেছে বেইজিং। বর্তমানে নিউইয়র্কে ওই তালিকার ৯৯ জন ধনকুবের বসবাস করে। তবে বেইজিং নিউইয়র্কের চেয়ে ধনকুবেরের সংখ্যায় এগিয়ে থাকলেও মোট সম্পদের পরিমাণে নিউইয়র্ক বেইজিংয়ের চেয়ে এখনও ৮০ বিলিয়ন ডলার এগিয়ে বলে জানিয়েছে ফোবর্স।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, চীনের কোভিড-১৯ দ্রুত নিয়ন্ত্রণ, প্রযুক্তি কোম্পানিগুলির ‍উত্থান ও শেয়ার বাজার বেইজিংকে শীর্ষ স্থান অর্জনে সাহায্য করেছে।

তাদের মধ্যে, বেইজিংয়ের সবচেয়ে ধনী বাসিন্দা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা ও তার অংশীদারি প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রধান নির্বাহী ঝং ইয়িমিং। ২০২০ সালে তার মোট সম্পদ দ্বিগুণ হয়ে ৩৫ দশমিক ছয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর বিপরীতে নিউইয়র্কের সবচেয়ে ধনী বাসিন্দা শহরটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের সম্পদের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে, ৬৯৮ ধনকুবের নিয়ে যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। যদিও, ৭২৪ ধনকুবের নিয়ে যুক্তরাষ্ট্র এখনও তালিকার শীর্ষে।

ফোবর্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রায় প্রতি ১৭ ঘণ্টায় একজন করে ধনকুবের বেড়ে তাদের ওই বৈশ্বিক তালিকায় ৪৯৩ জন নতুনমুখ যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারতে সবচেয়ে বেশি ১৪০ জন ধনকুবের বাস করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ধনকুবের নিউইয়র্ক ফোর্বস ম্যাগাজিন বেইজিং

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর