Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার থেকে টিসিবির ট্রাকে খেজুর বিক্রি

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১৮:৫৮

ঢাকা: আগামী শনিবার থেকে ট্রেডিং কর অব করপোরেশন বাংলাদেশ (টিসিবি)’র ট্রাক সেলে ন্যায্যমূল্যে খেচুর বিক্রি শুরু হবে। ৮০ টাকা কেজিতে একজন ভোক্তা এক কেজি করে খেজুর কিনতে পারবেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিসিবি এ তথ্য জানিয়েছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির সারাবাংলাকে বলেন, ‘আগামী শনিবার থেকে টিসিবির খেজুর বিক্রি শুরু হবে। ৮০ টাকা দরে প্রতি ভোক্তা এক কেজি করে খেজুর কিনতে পারবেন।’

এদিকে, ‘লকডাউনে’ ন্যায্যমূল্যে পণ্য কিনতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ট্রাক সেলে ক্রেতাদের বাড়তি ভিড় লক্ষ করা গেছে। ক্রেতারা দীর্ঘ লাইনে অপেক্ষো করে তেল, ছোলা, ডান ও চিনি কিনছেন। বাজার মূল্যের চেয়ে কম দামে এ সব পণ্য পেয়ে সন্তুষ্টির কথা প্রকাশ করছেন তারা।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির সারাবাংলাকে বলেন, ‘বর্তমানে সারাদেশে ৫০০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এখন ন্যায্যমূল্যে পণ্য কেনার চাহিদা বেশি। ট্রাকগুলোতে ক্রেতাদের বাড়তি ভিড় থাকায় পণ্যের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে।’

টিসিবি ডিলাররা বলছেন, আগে তারা এক টন তেল বরাদ্দ পেতেন। লকডাউনের পরে তা ২০০ কেজি বেড়েছে। আগের চেয়ে ১০০ কেজি বেড়ে ৮০০ কেজি চিনি বরাদ্দ পাচ্ছেন তারা। প্রতি টাকের জন্য এখন ৬০০ কেজি ডাল ও ৪০০ কেজি ছোলা বরাদ্দ থাকছে।

টিসিবি জানিয়েছে, পয়লা এপ্রিল থেকে ট্রাক সেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারছেন। এ ছাড়া ২ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

খেঁজুর বিক্রি টিসিবি’র ট্রাক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর