Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বাজেটের লক্ষ্য ডমেস্টিক ইকোনমি সমৃদ্ধ করা: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১৯:২৭

ফাইল ছবি

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী বাজেটের লক্ষ্য আমাদের ডমেস্টিক ইকোনমি আরও সমৃদ্ধ করা। আমরা এই কাজ করতে পারলে সবার হা-হুতাশ কমে যাবে, সবার কাছে টাকা-পয়সা থাকবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ১২টি ব্যবসায়ি সংগঠনের প্রধানদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী বাজেটে আমাদের লক্ষ্য হচ্ছে রেভিনিউ জেনারেট করা। এটি বিকশিত হলে আমাদের রেভিনিউ জেনারেশন সহজলভ্য হবে। এতে একদিকে যেমন রেভিনিউ কালেক্ট হবে অন্যদিকে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে ডমেস্টিক ইকোনমিকে আরও সমৃদ্ধ করা আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য উল্লেখ্য করে মন্ত্রী বলেন, ‘আমাদের বাজেটের সবসময়ই একটা লক্ষ্য থাকে। এবারের লক্ষ্য আমাদের ডমেস্টিক ইকোনমিকে আরেও সমৃদ্ধ করা আরো এক্সটেনডেন্ট করা। প্রত্যেক মানুষের জীবন-জীবিকা যাতে ব্যাহত না হয় সেজন্য সবসময় আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি। বর্তমানে দেশে-বিদেশে ঘটছে সে বিষয়ে আমরা অবগত। আশা করি সবাই মিলে এ সংকট কাটিয়ে উঠতে পারব।’

ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সুবিধা বাড়ানো বা কমানোর বিষয়টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। গতবার আমরা যে কাজগুলো করেছি প্রধানমন্ত্রীর হয়েই করেছি। এবারও নিশ্চয়ই তিনি আরও পরিকল্পনা করছেন, যেখান থেকে যেভাবে সহযোগিতা বৃদ্ধি করা যায় সেগুলো তিনি করবেন।’

অর্থমন্ত্রীর সঙ্গে প্রাকবাজেট আলোচনায় অংশ নেন, এফবিসিসিআই‘র সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ‘র সভাপতি ড. রুবানা হক, বিকেএমইএ‘র সভাপতি একেএম সেলিম ওসমান ও প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ‘র সভাপতি মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, এমসিসিআই‘র সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর, ডিসিসিআই‘র সভাপতি রিজওয়ান রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ ওমেন চেম্বার অব্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজ সেলিমা আহমেদ, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রেসিডেন্ট মিজ রূপালী হক চৌধুরী, ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউইএবি) প্রেসিডেন্টমিজ শাহরুক রহমান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডমেস্টিক ইকোনমি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর