বিক্ষোভে অংশ নিয়ে দূতাবাসছাড়া হলেন রাষ্ট্রদূত
৮ এপ্রিল ২০২১ ১৬:২০
ব্রিটেনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিনকে দূতাবাসছাড়া করেছেন তার অধঃস্তন সামরিক অ্যাটাসে। শুধু তাই নয়, কিউ এখন আর ব্রিটেনে মিয়ানমারের প্রতিনিধিত্বও করছেন না এই মর্মে নির্দেশনাও জারি করা হয়েছে।
এ ব্যাপারে কিউ জাওয়ার মিন বলেন, লন্ডনে মিয়ানমার দূতাবাসের সামরিক অ্যাটাসে অন্য কূটনীতিক এবং কর্মীদেরও দূতাবাস থেকে বেরিয়ে যেতে বলেছেন।
১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তার আগে তারা মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে আটক করে। এরপর দুই মাস ধরে জান্তাবিরোধী বিক্ষোভে দেশটিতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত প্রায় ৬০০ প্রাণহানির ঘটনা ঘটেছে।
এদিকে, ওই জান্তাবিরোধী বিক্ষোভে সংহতি প্রকাশ করেন যুক্তরাজ্যে মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিন। তিনি ক্ষমতাচ্যুত নেত্রী সু চির মুক্তির দাবিও জানান।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বুধবার (৭ এপ্রিল) লন্ডনের মেফেয়ার এলাকায় দূতাবাসের সামনে মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভকারীরা জড়ো হন। সেখানে যোগ দেন রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিন। পরে জানা যায়, দূতাবাসে ঢুকতে গেলে কিউকে আটকে দেওয়া হয়েছে।
তখন কিউ এএফপিকে বলেন, তার সামরিক অ্যাটাসে দূতাবাস দখলে নিয়ে নিয়েছে। সারা রাত তিনি দূতাবাসের বাইরে ছিলেন।
এ ব্যাপারে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফকে কিউ জাওয়ার মিন বলেন, যখন তিনি দূতাবাস থেকে বের হন, তখনই তারা ভেতরে ঢুকে পড়ে এবং দূতাবাস দখলে নিয়ে নেয়।
ওই রাষ্ট্রদূত আরও বলেন, তারা নেইপিডো থেকে নির্দেশনা পেয়েছে। যার কারণে তাকে ভেতরে যেতে দিচ্ছে না। এ বিষয়ে তিনি ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
We condemn the bullying actions of the Myanmar military regime in London yesterday, and I pay tribute to Kyaw Zwar Minn for his courage. The UK continues to call for an end to the coup and the appalling violence, and a swift restoration of democracy
— Dominic Raab (@DominicRaab) April 8, 2021
এ ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক টুইটার বার্তায় জানিয়েছেন, মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে যা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তার প্রতি সমবেদনা প্রকাশ করে অচিরেই মিয়ানমারের অস্থিরতার অবসান কামনা করেন তিনি।
সারাবাংলা/একেএম
টপ নিউজ মিয়ানমারে সেনা অভ্যুত্থান যুক্তরাজ্যে মিয়ানমারের রাষ্ট্রদূত