ভারতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড
৮ এপ্রিল ২০২১ ১৫:২৪
ভারতে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জনের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। খবর রয়টার্স।
একদিন আগে বুধবার (৭ এপ্রিল) এক লাখ ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল ভারতের স্বাস্থ্য বিভাগ। ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত নতুন আক্রান্তের সংখ্যা আগের সেই মাইলফলক ছাড়িয়ে গেলো।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত ভারতে শনাক্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ২৯ লাখ ছাড়িয়েছে। আরও ৬৮৫ জনের মৃত্যু হওয়ায় মহামারিতে মোট মৃত্যু এক লাখ ৬৬ হাজার ৮৬২ জনে পৌঁছেছে।
বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে ভারত। আর মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর চতুর্থ স্থানে আছে দেশটি।
ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনা শনাক্তের হারে মহারাষ্ট্র শীর্ষে আছে। এরপর যথাক্রমে কেরালা, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ এবং তামিলনাডুর অবস্থান। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৯ হাজার ৯০৭ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
করোনা সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে মধ্য প্রদেশ রাজ্য কর্তৃপক্ষ শহরতলীতে শুক্রবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সোমবার (১২ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে বলে এনডিটিভি জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, ভ্যাকসিন সংকট দেখা দেওয়ায় মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যে বহু ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র আগেই বন্ধ করে দিয়ে লোকজনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। উড়িষ্যা রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভ্যাকসিন কর্মসূচি অর্ধেকে নামিয়ে এনেছে।
সারাবাংলা/একেএম