Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটিকে ধাক্কা দেওয়া জাহাজ জব্দ, আটক ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১৪:৪৯

নারায়ণগঞ্জ: শহরের কয়লাঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের (কার্গো) ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবিতে ৩৫ জনের প্রাণহানির ঘটনায় অভিযুক্ত কার্গো জাহাজ জব্দ ও জাহাজের ১৪ স্টাফকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) মুন্সীগঞ্জের একটি পয়েন্ট থেকে এসকেএল-৩ নামের জাহাজটিকে আটক করে কোস্ট গার্ড। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বৃহস্পতিবার দুপুর একটা ২৫ মিনিটে কার্গো জাহাজটিকে আটকের বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, দুর্ঘটনার পর এসকেএল-৩ নামের কোস্টার কার্গোটির রঙ পরিবর্তন করা হয়েছিল।

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানায় শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজ চালিয়ে সাবিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ ডুবিয়ে ৩৪ জন যাত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য। মামলায় হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজ চালিয়ে লঞ্চটি ডুবিয়ে ৩৪ জনের প্রাণহানি ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে মামলায় আসামি হিসেবে কারোও নাম উল্লেখ করা হয়নি।

সারাবাংলা/এএম

টপ নিউজ শীতলক্ষ্যায় লঞ্চডুবি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর