Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতীয় সেনাপ্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১২:১৯

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকার ভারতীয় মিশন জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তার স্ত্রী শ্রীমতী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল থাকবেন।

জানা গেছে, এই সফরে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন।

ভারতীয় সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

ভারতীয় সেনাপ্রধানের এই সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

সারাবাংলা/জেআইএল/এমআই

ভারতীয় সেনাপ্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর