সস্ত্রীক দ্বিতীয় ডোজের করোনা ভ্যাকসিন নিলেন বস্ত্র ও পাটমন্ত্রী
সারাবাংলা ডেস্ক
৮ এপ্রিল ২০২১ ১২:১১
৮ এপ্রিল ২০২১ ১২:১১
ঢাকা: সস্ত্রীক করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়ে তিনি করোনাভাইরাসের ভ্যাকসিন নেন।
এ সময় গোলাম দস্তগীর গাজীর স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীও তার সঙ্গে ছিলেন। হাছিনা গাজীও একইসঙ্গে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেন।
ভ্যাকসিন নেওয়ার পর মন্ত্রী তার প্রতিক্রিয়ায়, বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সারাবাংলা/এসজেড/এমআই