Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১১:৫২ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ২১:১৩

নারায়ণগঞ্জ: বন্দরের মদনপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। বুধবার রাতে উপজেলার সাইরাগার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও দুটি ড্রেজারের লাইন স্থাপন নিয়ে আলিম ও জুয়েলের পিতা আনোয়ারের মধ্যে বিরোধ চলছিল। রাতে আলিমসহ তার লোকজন জুয়েলকে একা পেয়ে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে অপর গ্রুপের লোকজন এসে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয়পক্ষের আটজন আহত হন।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই জুয়েলকে হত্যা করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশের অভিযান চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর