Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় ফেরিতে আগুন, পুড়ে গেল ৮টি ট্রাক

সারাবাংলা ডেস্ক
৮ এপ্রিল ২০২১ ১০:৫৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ১৩:৪৮

ফাইল ছবি

লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা ফেরি কলমীলতায় অগ্নিকাণ্ডে অন্তত আটটি মালবাহী ট্রাক পুড়ে গেছে।

ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ফেরিটি বৃহস্পতিবার রাত তিনটার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ছেড়ে আসে। ভোর চারটার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়।

তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে। স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে অবস্থান নেয়। পরে মাছ ধরার একটি ট্রলার এগিয়ে এলে কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে।

বিআইডব্লিউটিসির ভোলার ম্যানেজার পারভেজ খান জানান, অপর একটি ফেরিতে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ১৬টি মালবাহী ট্রাক ছিল। এর মধ্যে আটটি মালবাহী গাড়ি পুড়ে গেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা আছে।

 

সারাবাংলা/এএম

ফেরীতে আগুন ভোলা মেঘনা লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর